National

পুরোটাই কংগ্রেসের খেলা, দাবি বিজেপির

Published by
News Desk

তাঁর দল তাঁকে যে সাজা দেবে তার মুখোমুখি হতে তিনি তৈরি। শুক্রবার এমনই জানালেন প্রধানমন্ত্রীকে ‘নিচ আদমি’ বলে দল থেকে সাসপেন্ড হওয়া কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনিশঙ্কর আইয়ার। গত বৃহস্পতিবার ৭৬ বছর বয়স্ক এই কংগ্রেস নেতা বলেন, প্রধানমন্ত্রী নোংরা রাজনীতি করা এক নিচ মানুষ। গুজরাটে প্রথম দফার নির্বাচনের মুখে এমন বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব দ্রুত মনিশঙ্কর আইয়ারকে সাসপেন্ড করে। বিজেপিও গুজরাটে শেষ মুহুর্তের প্রচারে সুযোগটা কাজে লাগায়। যদিও শুক্রবার বিজেপি নেতৃত্ব অন্য ব্যাখ্যা দিয়েছেন।

মনিশঙ্কর আইয়ারের বক্তব্য এবং কংগ্রেসের তারপরের পদক্ষেপের পুরোটাই একটি কৌশলগত খেলা বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। এই চাপানউতোরের মাঝেই গুজরাটে প্রথম দফার নির্বাচনের শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। রাত পার করলেই গুজরাটের বিভিন্ন বুথে লাইন পড়তে চলেছে ভোটারদের।

Share
Published by
News Desk