National

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮৭ বছরের বৃদ্ধ

Published by
News Desk

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দিল্লির নারেলা অঞ্চল থেকে গ্রেফতার হল ৮৭ বছরের এক বিকৃতকাম বৃদ্ধ। পুলিশ সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর বিকেলে খেলা ছেড়ে শৈশবের সরল বিশ্বাসে প্রতিবেশি দাদুর হাত ধরে বাইরে ঘুরতে রাজি হয়ে যায় ৮ বছরের মেয়েটি। দাদুর প্রলোভনের পিছনে যে তার বিকৃত যৌন ক্ষুধা লুকিয়ে রয়েছে তা বিন্দুমাত্র টের পায়নি ওই নাবালিকা। দিল্লির লামপুর গ্রামের কাছে একটি ফাঁকা খাটালে মেয়েটিকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে রতন সিংহ নামে ওই বৃদ্ধ। কিন্তু খাটালের কাছাকাছি একটি বাড়ির এক মহিলার তৎপরতায় এ যাত্রায় রক্ষা পায় মেয়েটি।

মহিলার চেঁচামেচিতে স্থানীয়রা এসে উদ্ধার করেন মেয়েটিকে। ততক্ষণে চম্পট দেয় বৃদ্ধ রতন সিং। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Share
Published by
News Desk