Categories: National

১১ জুলাই ধর্মঘটে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা

Published by
News Desk

আগামী ১১ জুলাই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি দফতরে ধর্মঘটের ডাক দিল কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনগুলি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে তাঁদের যে পরিমাণ মাইনে বাড়ানো হয়েছে তাতে তাঁরা খুশি নন। কেন এত কম টাকা বাড়ান হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের দাবি, এর আগে কখনও বেতন কমিশনে এত কম মাইনে বাড়েনি। ষষ্ঠ বেতন কমিশনে ইউপিএ সরকার ৪০ শতাংশ মাইনে বাড়িয়েছিল। এবার তা হয়নি। এত কম টাকা মাইনে বৃদ্ধি মেনে নিতে না পেরে এদিনও বিভিন্ন সরকারি দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। আগামী ১১ জুলাইয়ের ধর্মঘট কেন্দ্রের ওপর বড় ধরণের চাপ তৈরি করবে বলেই আশা করছেন তাঁরা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারিদের ৩৫টি সংগঠনের ডাকা ২ সেপ্টেম্বরের ধর্মঘট নতুন করে চাপ তৈরি করেছে রাজ্য সরকারের ওপর।

Share
Published by
News Desk