National

গুরুগ্রামে পোষ্যদের জন্য পাঁচতারা হোটেল! আরামের এলাহি বন্দোবস্ত

Published by
News Desk

দীর্ঘদিনের জন্য বাইরে কোথাও যাওয়ার আগে অনেকেই তাঁদের পোষ্য সারমেয়ের থাকা-খাওয়া সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। সেই চিন্তায় অনেকেই ঘর ছেড়ে বাইরে বার হতেও চান না। এবার তাঁদের দুশ্চিন্তার অবসান ঘটাতে এগিয়ে এল গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেল। বিদেশের বুকে পোষ্যদের জন্য পৃথক হোটেলের চল থাকলেও ভারতবর্ষের বুকে পোষ্যদের জন্য হোটেলের ব্যবস্থা একেবারেই প্রথম। ভারতে পোষ্যদের জন্য তৈরি প্রথম বিলাসবহুল হোটেল হিসেবে আত্মপ্রকাশ করেছে গুরুগ্রামের ‘ক্রিত্তেরাতি’।

প্রিয় পোষ্যের আরামের জন্য সেখানে কি না নেই! ছয়তলার হোটেলটিতে কেবল পোষ্যদের জন্য আলাদা ব্যালকনি, স্নানঘর, স্পা, মাসাজ, হেয়ার সেলুন, ক্যাফেটেরিয়া, সুইমিং পুলসহ একাধিক আরামপ্রদ আয়োজনের ব্যবস্থা আছে। আছে পোষ্যদের বিয়ে থেকে বার্থ ডে পার্টি আয়োজনের ব্যবস্থাও। তাদের প্রিয় খাবারের জন্য আলাদা করে আছে রান্নার ব্যবস্থা। হোটেলের প্রতিটি কক্ষকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মখমলের বিছানা, টেলিভিশন দিয়ে। তাদের শরীরের যত্ন নেওয়ার জন্য আছে চিকিৎসালয়। এমনকি তাদের খেলাধূলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দোকান পর্যন্ত রয়েছে হোটেলে। পোষ্যদের দেখাশোনা করতে ২৪ ঘণ্টার জন্য একজন করে লোক রাখার ব্যবস্থাও আছে। প্রিয় পোষ্যদের খোঁজখবর যাতে তার মালিকরা নিতে পারেন, তার জন্য হোটেলের সর্বত্র লাগানো রয়েছে সিসিটিভি। তবে এতসব সুবিধা পেতে পকেটে ভালোই রেস্ত থাকতে হবে। পোষ্যদের চেহারা ও প্রকার, কতদিন তাদের দেখাশোনা করা হবে সেইসব বুঝে বিভিন্ন দামের প্যাকেজের ব্যবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk