National

সাইক্লোন ওখির তাণ্ডব, মৃত ৮, তছনছ তামিলনাড়ু, কেরালার দক্ষিণভাগ

Published by
News Desk

সাইক্লোন ওখির দাপটে তামিলনাড়ু ও কেরালা মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮, ভেঙে পড়েছে অজস্র গাছ। উপড়ে গেছে ল্যাম্পপোস্ট। বিদ্যুৎ অনেক জায়গাতেই নেই। বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বহু মাছ ধরার নৌকা সমুদ্রে গিয়েছে বটে, কিন্তু এখনও ফেরেনি। আরব সাগরে মাছ ধরতে যাওয়া কেরালার বহু মৎস্যজীবীর এখনও কোনও খোঁজ নেই। তাঁদের নৌকা কখন ফিরবে তার প্রতীক্ষায় সমুদ্র তীরে উদ্বিগ্ন চোখে অপেক্ষা করছেন তাঁদের পরিজনেরা। যদিও ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের নৌকার খোঁজ শুরু করেছে নৌবাহিনী। ৮ জন মৎস্যজীবীকে সমুদ্রের মধ্যে ভাসতে দেখে তাঁদের উদ্ধার করে নৌবাহিনীর হেলিকপ্টার।

সাইক্লোন ওখি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর তা ভারতের একদম দক্ষিণ প্রান্ত দিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল মিলিয়ে ভারত মহাসাগর হয়ে আরব সাগরের দিকে চলে গেছে। সেখানে তা অতি শক্তিশালী সাইক্লোনের চেহারা নিয়ে লাক্ষাদ্বীপের দিকে এগোচ্ছে। যার জেরে গত ২ দিন ধরে দুর্বিষহ অবস্থা তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তের ৫টি জেলা ও কেরালার দক্ষিণ অংশের। এখানে সব স্কুল, কলেজ ২ দিন ধরেই বন্ধ। ঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে গ্রামের পর গ্রাম। সাইক্লোনের জেরে তামিলনাড়ু রাজ্য জুড়েই কমবেশি বৃষ্টি হচ্ছে। শেষ ২ দিনে রাজধানী চেন্নাই একটানা বৃষ্টিতে নাজেহাল। সবে বানভাসি অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পর ফের বৃষ্টি চেন্নাইয়ের জনজীবনে প্রভাব ফেলেছে।

Share
Published by
News Desk