National

কে লিখেছে অশ্লীল শব্দ? জানতে ৮৮ ছাত্রীকে বিবস্ত্র করার অভিযোগ

Published by
News Desk

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল শব্দ লেখার অভিযোগে ৮৮ জন ছাত্রীকে পোশাক খুলতে হতে বাধ্য করলেন স্কুলের ৩ শিক্ষক। এমন ভয়ংকর ঘটনা সামনে আসতেই হৈচৈ শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ২৩ নভেম্বর ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার তানি হাপ্পা এলাকার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে।

অভিযোগ, গত ২৩ নভেম্বর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনও এক ছাত্রী কাগজে কিছু অশ্লীল শব্দ লেখে। কে লিখেছে তা জানতে এগিয়ে আসেন স্কুলের ৩ শিক্ষক। তাঁরাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৮৮ জন ছাত্রীকে স্কুলের মধ্যেই সকলের সামনে পোশাক খুলতে বাধ্য করেন। পোশাক খুলে দেখার চেষ্টা হয় কে অশ্লীল শব্দ লেখা কাগজের টুকরো জামাকাপড়ের আড়ালে লুকিয়ে রেখেছে। যদিও শব্দটা কে লিখেছিল তা তারপরও পরিস্কার নয়। তবে ওই ছাত্রীদের এক ভয়ংকর সম্মানহানির সম্মুখীন হতে হয়।

গত ২৭ নভেম্বর ঘটনাটি সামনে আনে ছাত্রীরা। তারপরই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়। অল সাগালি স্টুডেন্টস ইউনিয়নের কাছে ছাত্রীরা অভিযোগ জানালে সংগঠনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইটানগরের মহিলা থানায় বিষয়টি পাঠিয়ে দেন। পুলিশের তরফে ছাত্রীদের এবং অভিযুক্ত শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পদক্ষেপের কথা জানানো হয়েছে।

Share
Published by
News Desk