National

ট্রেনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২ জওয়ান

Published by
News Desk

ফের চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ সামনে এল। অভিযুক্ত ২ সেনা জওয়ান। তাদের গ্রেফতার করে জিআরপি। স্নাতকস্তরে পাঠরতা ওই তরুণী মগধ এক্সপ্রেসে এলাহাবাদ থেকে দিল্লি যাচ্ছিলেন। সেসময়ে ট্রেনে ওই ২ সেনা জওয়ান তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁর শ্লীলতাহানি করে। নিজেকে বাঁচাতে কিছুটা ধস্তাধস্তিও করেন ওই তরুণী। এমনকি তাঁকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা হয় বলেও দাবি করেছেন ওই তরুণী।

তাঁর দাবি, ওই ২ সেনা তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ওই তরুণী জিআরপিতে ফোন করে সাহায্য চান। ইটাওয়া স্টেশনে ট্রেন পৌঁছতেই অভিযুক্ত ২ সেনা জওয়ানকে হেফাজতে নেয় জিআরপি। ওই তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগও নেওয়া হয়। পরে ওই তরুণী অভিযোগের সুরেই জানান, ওই ২ জওয়ান তাঁর সঙ্গে শুরু থেকেই অভব্য আচরণের চেষ্টা করছিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ধৃত জওয়ানরা।

Share
Published by
News Desk