National

রাতভর মৎস্যজীবীর লড়াইয়ে বাঁচল ১৬টি প্রাণ

Published by
News Desk

সারারাত পরিশ্রম করে ডলফিনদের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন তামিলনাড়ুর তুতিকোরিনের এক মৎস্যজীবী। দিক ভুল করে সমুদ্রের পাড়ের দিকে চলে আসা ২০টি ডলফিনকে বোটের মাধ্যমে এক এক করে গভীর সমুদ্রে ফিরিয়ে নিয়ে যান তিনি। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি ৪টি ডলফিনের প্রাণ। বালির ওপর তাদের দেখা যখন মেলে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। উপকূলের কাছাকাছি এসে জলের অভাবে সেগুলি মারা যায় বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

হতভাগ্য ৪টি ডলফিন ছাড়া বাকিদের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। এই ৪টির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃত ডলফিনদের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বন দফতরের আধিকারিকদের ধারণা, অনেক সময় পছন্দের খাবারের লোভে ডলফিন দিক ভুল করে উপকূলের দিকে চলে আসে। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। তাই বেঘোরে প্রাণ দিতে হল তাদের।

Share
Published by
News Desk