National

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আঙুল উঠলে তা কেটে ফেলার ডাক দিলেন বিজেপি সাংসদ

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই। বৈশ্য ও কানু জাতিগোষ্ঠীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে প্রকাশ্যেই তিনি বলেন, নরেন্দ্র মোদী দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। সেখান থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি সকলের গর্ব। তাই তাঁর বিরুদ্ধে আঙুল বা হাত উঠলে তা কেটে বা ভেঙে দেওয়া হবে।

উজিয়ারপুরের সাংসদ, বিহার প্রদেশ বিজেপির সভাপতি নিত্যানন্দ রাইয়ের এহেন বক্তব্যের পরই সমালোচনার ঝড় তোলেন বিরোধীরা। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নিত্যানন্দ রাইয়ের কথার কড়া ভাষায় সমালোচনা করেন।

Share
Published by
News Desk