National

শ্যুটআউট অ্যাট দিল্লি

Published by
News Desk

দিল্লির দ্বারকা মোড় মেট্রো স্টেশন চত্বরে চলল গুলি। মঙ্গলবার বেলা ১১টা। ফলে ভালই ভিড় ছিল দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই এলাকায়। সাধারণ মধ্যবিত্ত এলাকা। এখানেই একটি বাড়ির দিকে তাক করে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখেন আশপাশের মানুষজন। পাল্টা বাড়ির ভিতর থেকেও গুলি ছুটে আসে। শুরু হয় গুলির লড়াই। মুহুর্তে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, ওই বাড়িটিতে কয়েকজন দুষ্কৃতী গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে পুলিশ। পঞ্জাবে অপরাধমূলক কাজ করে দিল্লি পালিয়ে এসেছিল তারা। পঞ্জাব পুলিশ তাদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত এসে পৌঁছয়। তারপর দিল্লি পুলিশের সাহায্য নিয়ে দুষ্কৃতীদের ধরতে শুরু হয় অপারেশন। তার জেরেই দিল্লির ব্যস্ত এলাকায় গুলির লড়াই চলল দুপক্ষে। রাস্তায় পুলিশ আর বাড়ির ভিতর দুষ্কৃতী। বেশ কিছুক্ষণ দুপক্ষে গুলির লড়াই চলার পর অবশেষে ওই বাড়ি থেকে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে ব্যস্ত এলাকা হলেও এদিনের শ্যুটআউটে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবর নেই।

Share
Published by
News Desk