National

স্ত্রীকে চুলের মুঠি ধরে মেঝেতে ছুঁড়ে দিলেন টিআরএস নেতা, ভিডিও ভাইরাল

Published by
News Desk

বধূ নির্যাতনের নির্মম সাক্ষী হয়ে থাকল একটি ভিডিও। যেখানে দেখা গেছে তেলেঙ্গানার টিআরএস যুব নেতা বছর ৩০-এর শ্রীনিবাস রেড্ডি তাঁর দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা রেড্ডিকে চুলের মুঠি ধরে মারধর করছেন। নেতার পরিবারের এক মহিলাকেও দেখা গেছে সঙ্গীতা রেড্ডিকে চুলের মুঠি ধরে ধাক্কা দিতে। পরে স্ত্রীকে মেঝেতে ছুঁড়ে ফেলেন তাঁর স্বামী তথা টিআরএস যুব নেতা। পুরো ছবিটাই ক্যামেরাবন্দি করেন সঙ্গীতার পরিবারের লোকজন। পরে ওই নেতার হাতে নিগ্রহের শিকার হতে হয় তাঁদেরও। সে ছবিও ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়।

পুলিশের কাছে নিগৃহীতা স্ত্রী দাবি করেছেন ২০১১ সালে শ্রীনিবাস রেড্ডিকে বিয়ে করেন তিনি। এটা শ্রীনিবাসের দ্বিতীয় বিয়ে। তাঁদের একটি ২ বছরের সন্তান রয়েছে। কিন্তু কন্যাসন্তান হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরেই লাঞ্ছনার শিকার। হালে শ্রীনিবাস রেড্ডি তৃতীয় বিয়ে করেন বলে দাবি করেন সঙ্গীতা। তাঁর দাবি, তৃতীয় বিয়ে করলেও তাঁকে শ্রীনিবাস রেড্ডি ডিভোর্স দেননি। তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করাতেই তাঁকে সকলের সামনে এভাবে মারধর করা হয়। এদিকে এই ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়া টিআরএস নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন।

Share
Published by
News Desk