National

নামের ফেরে একগুচ্ছ কটূকথার মুখে প্রাক্তন ক্রিকেটার টম মুডি

Published by
News Desk

টম মুডি একজন প্রাক্তন ক্রিকেটার। আর মুডিজ একটি আন্তর্জাতিক রেটিং সংস্থা। আকাশ পাতাল তফাত। কিন্তু সেটা জানা ছিলনা কেরালার কিছু কট্টর বাম কর্মী-সমর্থকের। ফলে যা হওয়ার সেটাই হল। ১৩ বছর পর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রেটিং বাড়িয়েছে মুডিজ। আর তাতেই বেজায় চটেছেন কেরালার বাম কর্মীরা। টম মুডির ফেসবুক পেজে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। কেন কেরালাকে ১ নম্বর না করে ভারতকে ১ নম্বর করা হল তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। অনেকে আবার বুঝিয়ে বলার চেষ্টাও করেছেন। টম মুডিকে ভুল বুঝিয়ে এভাবে ভারতের রেটিং বাড়িয়ে নেওয়া হয়েছে বলে দাবি করে তাঁরা মুডিকে তাঁর পর্যবেক্ষণ পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন।

অবশ্য এর বাইরে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ফেসবুকেই বোঝানোর চেষ্টা করেছেন বোকার মত এসব না লিখতে। কারণ টম মুডি আর মুডিজ এক নয়। মুডিজের রেটিং বাড়ানোর সঙ্গে টম মুডির লতায় পাতায় কোনও সম্পর্ক নেই!

Share
Published by
News Desk