Categories: National

৪২টি ওষুধের দাম কমাল কেন্দ্র

Published by
News Desk

৪২টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ১৫ শতাংশ কমাল কেন্দ্র। যারমধ্যে টিবি, ক্যানসার, হৃদরোগ, মৃগী, হাঁপানি ও মানসিক অবসাদের ওষুধ রয়েছে। ভারতে ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৪৫টি ওষুধের দাম নির্ধারণ ও সংশোধনের কথা বলা হয়েছে। যারমধ্যে ৪২টি ওষুধের দাম ১৫ শতাংশ পর্যন্ত কামানো হয়েছে। রীতিমত হুঁশিয়ারির সুরেই সংস্থা জানিয়ে দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি যদি তাদের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দাম ওই ওষুধগুলির ক্ষেত্রে নেয় তবে তারা সেই অতিরিক্ত দাম সুদসহ ফেরত দিতে বাধ্য থাকবে। ৪২টি ওষুধের দাম কমায় বহু মানুষ উপকৃত হবেন বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Share
Published by
News Desk