National

সন্ত্রাসবাদী দলে যোগ দিয়েও ফিরে এল কাশ্মীরী যুবক

Published by
News Desk

ফুটবল ছেড়ে অ্যাসল্ট রাইফেল হাতে ধরেছিলেন কাশ্মীরের অনন্তনাগের যুবক মজিদ খান। গত বৃহস্পতিবার তিনি হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তাঁর বাড়ির লোক ভেবেছিলেন জঙ্গিরা তাঁদের ছেলেকে তুলে নিয়ে গেছে। ছেলে যে সন্ত্রাসবাদীদের দলে যোগ দিয়েছে একথা তাঁরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। অ্যাসল্ট রাইফেল হাতে মজিদের একটি ছবি ভাইরাল হওয়ায় তাঁরা ব্যাপারটি জানতে পারেন।

পুলিশ সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের ছাত্র মজিদ লস্কর-ই-তৈবায় যোগ দেন। তাঁর আত্মীয় পরিজনরা মজিদকে বৃদ্ধ মা বাবার কাছে ফিরে আসতে অনুরোধ করেন। পুলিশও তাঁকে ফেসবুকের মাধ্যমে মা বাবার কাছে ফেরার পরামর্শ দেয়। পরিবার থেকে পুলিশ, সবদিক থেকে বাড়ি ফেরার পরামর্শ হয়তো মজিদের মন ঘোরায়। শুক্রবার সকালে তিনি আবার ফিরে আসেন পরিবারের কাছে। ছেলে ফিরে আসায় মায়ের চোখের জল আনন্দের ধারা হয়ে ঝরে পড়ে।

কাশ্মীরে বেশ কিছু যুবক সন্ত্রাসবাদকেই জীবনের আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। তবে তাদের সমাজের মূলস্রোতে ফেরাতে মরিয়া প্রশাসন। প্রশাসন চায় মজিদের মতই শুভবুদ্ধির উদয় হোক বাকিদের মধ্যেও।

Share
Published by
News Desk