National

গুজরাটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

Published by
News Desk

আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল। মোট ৭০ জনের প্রার্থী তালিকায় বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও তাঁর ডেপুটি নীতিন প্যাটেলের নামও রয়েছে। দীর্ঘদিন ধরে জিতে আসা প্রার্থীদের পাশাপাশি রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরাও রয়েছেন তালিকায়। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি লড়বেন রাজকোট পশ্চিম কেন্দ্র থেকে। উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহসানা কেন্দ্র থেকে।

গুজরাট নির্বাচন বিজেপির কাছে কার্যত সম্মানরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। জিএসটির পর নরেন্দ্র মোদীর কাছেও এটি কার্যত অ্যাসিড টেস্ট। সেখানে কংগ্রেসের কাছে এটি রাজনৈতিক মাটি পুনরুদ্ধারের লড়াই।

Share
Published by
News Desk