National

আত্মদাহ করে মৃত্যুকে বরণ করলেন মহারাষ্ট্রের বৃদ্ধা

Published by
News Desk

নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিলেন এক বৃদ্ধা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুর জেলায়। মৃতা ৯০ বছর বয়সী বৃদ্ধা কাল্লাভা দাদ কাম্বলে। তিনি কোলাপুরের কাগাল তহশিলের অন্তর্গত বামানি গ্রামের বাসিন্দা। পেশায় বাস কন্ডাক্টর ছেলে ভিত্থালের বাড়িতে থাকতেন বৃদ্ধা। বাড়িটি খালি ছিল। সেখানে বৃদ্ধা একাই থাকতেন। তবে তাঁর যাবতীয় দেখভাল করতেন ছেলে ও তাঁর পরিবার। পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে বৃদ্ধাকে তাঁর নাতনি এসে খাবার দিয়ে যান। তারপর তিনি তাঁর ঘরের দরজা বন্ধ করে শুতে চলে যান। সম্ভবত, রাতের দিকে কাল্লাভা চিতা সাজানোর কাজ শুরু করেন। কাঠ ও গোবর দিয়ে চিতা সাজান তিনি। তাতে কেরোসিন তেল ঢালেন। এরপর তার উপর বসে দেশলাই কাঠি দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন কাল্লাভা।

মঙ্গলবার সকালে বৃদ্ধার নাতনি ঠাকুমার জন্য দুধ দিতে এসে দরজা বন্ধ থাকতে দেখেন। বারবার ডাকাডাকিতে কোনও সাড়া না পেয়ে তিনি তাঁর বাবাকে, অর্থাৎ বৃদ্ধার ছেলেকে খবর দেন। দরজা ভেঙ্গে কাল্লাভার ছেলে ঘরের ভিতর ছাই ও মায়ের অর্ধদগ্ধ দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। বৃদ্ধার মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। তবে জীবনের প্রতি বিতৃষ্ণা ও মানসিক অবসাদ থেকে বৃদ্ধা আত্মহননের পথ বেছে নেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Share
Published by
News Desk