National

গুলি খেয়েও দিনেদুপুরে এটিএম লুঠ আটকালেন বৃদ্ধ নিরাপত্তারক্ষী

Published by
News Desk

গুলি লেগে রক্তে ভেসে যাচ্ছে পা। ওই অবস্থাতেও দুষ্কৃতীদের বাধা দিচ্ছেন এটিএমের নিরাপত্তারক্ষী। গুলিবিদ্ধ হয়েও বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের ক্যাশ ভ্যান থেকে টাকা লুট করার পরিকল্পনা ভেস্তে দিলেন ওই বয়স্ক নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে নিউ দিল্লির কাঞ্জাওয়ালা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের সামনে।

গত বুধবার দুপুরে ওই এটিএমে টাকা ভরা হচ্ছিল। নিয়ম অনুযায়ী সেই সময় এটিএমের শাটার কিছুটা নামানোও ছিল। দরজা ছিল ভিতর থেকে বন্ধ। বাইরে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী দিলীপ তিওয়ারি। বেলা ২টো নাগাদ এটিএমের সামনে হেলমেটে মুখ ঢাকা সশস্ত্র দুই যুবক হাজির হয়। তাদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীর পা লক্ষ্য করে গুলি চালায়। বন্দুকের নলের মুখে নিরাপত্তারক্ষীকে টার্গেট করে তাঁকে আটকে রাখে সে। সেই সুযোগে অপর দুষ্কৃতী এটিএমের দরজায় জোরে জোরে লাথি মারতে থাকে। দরজায় লাথি মারার শব্দ ও নিরাপত্তারক্ষীর চিৎকার শুনে এটিএমের ভিতরে থাকা অফিসার বাইরে বেরিয়ে আসেন।

এরমধ্যে আকস্মিক আক্রমণ সামলে উঠে নিরাপত্তারক্ষী আবার বাধা দিতে থাকেন ওই দুষ্কৃতীদের। আশপাশের লোকজন বাড়ির বাইরে বেরিয়ে এলে শূন্যে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক দেখে নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয় তারা। গোটা ঘটনাটি এটিএমের সামনে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী দিলীপ তিওয়ারিকে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একজন বয়স্ক নিরাপত্তারক্ষীর এমন অসমসাহসিকতার পরিচয়ে আপ্লুত এলাকাবাসী।

Share
Published by
News Desk