National

৮ দিন ধরে লজে আটকে কিশোরীকে নৃশংস গণধর্ষণ, গ্রেফতার ৪

Published by
News Desk

এক ১৭ বছরের কিশোরীকে লজে আটকে রেখে লাগাতার ৮ দিন ধরে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল বেঙ্গালুরুর আকে পুরম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই পিইউ ছাত্রী গত ২৬ অক্টোবর কলেজে যাবে বলে বাড়ি থেকে বার হয়। জানিয়ে যায় তার বান্ধবীর বাড়িতে পার্টি আছে। তাই কলেজ শেষে সোজা বান্ধবীর বাড়ি চলে যাবে। সেখানেই কদিন থাকবে। সেইমত তার সেই বান্ধবীর বাড়িতে ২৮ অক্টোবর পর্যন্ত থাকে ১৭ বছরের ওই কিশোরী। পরে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গত ২৮ অক্টোবর সে বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে যখন কুডুগোডি স্টেশনে দাঁড়িয়েছিল তখন তার সঙ্গে দেখা হয় তার পূর্ব পরিচিত যুবক রাঘবেন্দ্র-র। রাঘবেন্দ্র তাকে অনুরোধ করে লজে যাওয়ার জন্য। সেইমত দুজনে লজে হাজির হয়। সেখানে তখন রাঘবেন্দ্রর আরও ২ বন্ধুও হাজির ছিল।

অভিযোগ ওই লজে আটকে রেখেই শুরু হয় দফায় দফায় ধর্ষণ। ৩ যুবক তো বটেই, এমনকি পরে তাদের সঙ্গে যোগ দেয় প্রৌঢ় লজ মালিকও। এদিকে মেয়ে ফিরছে না দেখে গত ৩০ অক্টোবর পুলিশে খবর দেয় ওই কিশোরীর পরিবার। পুলিশ তদন্তে নেমে জানতে পারে কিশোরী হোয়াইটফিল্ড এলাকার ওই লজে রয়েছে। লজে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গত ৪ নভেম্বর ওই কিশোরীকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে তারা। পরে ওই কিশোরীর অভিযোগক্রমে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk