National

চুমুতে ঘোর আপত্তি গজরাজের

Published by
News Desk

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। যেখানে দেখা যাচ্ছে এক যুবক হাতির শুঁড়ে চুমু খাচ্ছেন। এমন দু-একবার করার পর বোধহয় ব্যাপারটা পছন্দ হয়নি গজরাজের। তাই কোনও কিছু বুঝে ওঠার আগে তৃতীয় চুমু খেতে যেতেই সপাটে শুঁড় দিয়ে গুঁতো মারে সে। অনেকটা ঝটকা মেরে সরানোর মত। আর তাতেই বেশ কিছুটা উড়ে গিয়ে হাত-পা বেঁকিয়ে মেঝেতে পড়ে কুপোকাত রসিক যুবক। ক্যামেরা হাতে যে বন্ধু ছবিটি তুলছিলেন তিনি তখনই ছুট দিলেন লুটিয়ে পড়া যুবকের কাছে। নাহ! মারা যাওয়ার মত অবস্থা না হলেও চোট লেগেছে। বন্ধুরাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাতির একটা বিরক্ত ঝটকা শুঁড় ধরে চুমু খাওয়ার শখ তাঁর মিটিয়ে দিয়েছে। কিন্তু ঘটনাটা ইতিমধ্যেই ভাইরাল। কেরালায় ঘটলেও সারা দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা। মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকের গতিবিধির সঙ্গে বাহুবলীর নায়কের উড়ে হাতিতে চড়ার মিলও খুঁজে পাচ্ছেন অনেকে। পাড়ার রক থেকে সোশ্যাল সাইট, সর্বত্র চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে হাতির শুঁড়ে এই সরস চুমু পর্ব।

Share
Published by
News Desk