National

৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

Published by
News Desk

৭ বছরের নাবালিকাকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়িতে। অভিযুক্ত ব্যক্তির নাম অরবিন্দ ঘোষ। নাবালিকার পরিবারের তরফ থেকে কুমারঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত অরবিন্দ ঘোষ গা ঢাকা দেয়।

পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাবা দিনমজুরের কাজ করেন। ফলে বেশিরভাগ সময়ই বাইরে কাটাতে হয় তাঁকে। ঘটনার দিন মেয়েটির বাবা বাইরে ছিলেন। মা অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঘরে একলাই ছিল মেয়েটি। এই একলা থাকার সুযোগ নিয়েই বৃদ্ধ অরবিন্দ মেয়েটিকে ডাকে তার ঘরে টিভি দেখার জন্য। অভিযোগ, টিভি দেখতে গেলে মেয়েটির মুখ বেঁধে পাশবিক যৌন নির্যাতন চালায় ওই বৃদ্ধ। অনেকক্ষণ ধরে মেয়ে ঘরে না ফেরায় পাড়া প্রতিবেশি নিয়ে খোঁজ শুরু করেন মা। ওই বৃদ্ধর ঘরের বাইরে থেকে গোঙানির আওয়াজ পেয়ে ছুটে যান প্রতিবেশিরা। ঘরের মধ্যে ওই নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় দেখে শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরেই স্থানীয় পুলিশ স্টেশনে অরবিন্দ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এদিকে বেগতিক বুঝে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত বৃদ্ধ।

Share
Published by
News Desk