National

সন্তানকে স্তন্যপান করাচ্ছেন মা, সেই অবস্থায় গাড়ি টেনে নিয়ে গেল পুলিশ!

Published by
News Desk

মুম্বইয়ের মালাড। শনিবার এখানকারই একটি ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করেছে। গাড়িতে বসেই মা তাঁর ৭ মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন। সেই সময়ে পুলিশ এসে গাড়িটিকে টোয়িং করে নিয়ে যায়। গাড়ির সামনের দুটি চাকা ক্রেনে আটকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই মহিলা পুলিশকে তাঁর প্রেসক্রিপশন দেখিয়ে বলেন, তিনি অসুস্থ। সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। এই অবস্থায় যেন টোয়িং না করা হয়। কিন্তু অভিযোগ মহিলার সেকথা কানে তোলারও দরকার মনে করেনি পুলিশ। বরং কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে বেশ কিছুটা গাড়ি টেনে নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন আশপাশের লোকজন। তাঁরা পুলিশকে জিজ্ঞেস করেন, একজন মহিলা গাড়িতে রয়েছেন। একটি শিশু রয়েছে। শিশুটি স্তন্যপান করছে। এই অবস্থায় এভাবে গাড়ি টোয়িং করে নিয়ে যেতে গিয়ে কারও যদি কিছু হয় তার দায়িত্ব মুম্বই পুলিশ নেবে তো? ঘটনার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়ে দেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। এভাবে এক মহিলা ও শিশুকে নিয়ে গাড়ি টোয়িং করে নিয়ে গেলে যে কোনও সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়ে দেন তিনি। নির্দেশ দেন মুম্বই পুলিশ যেন এমন ক্ষেত্রে বুঝেশুনে পদক্ষেপ করে।

Share
Published by
News Desk