National

পড়ুয়াকে দিয়ে শৌচালয় পরিস্কার, থানায় অভিযোগ

Published by
News Desk

চুরির অভিযোগে এক স্কুল ছাত্রীকে ক্লাস রুমে দাঁড় করিয়ে সকলের সামনে সালোয়ার খুলতে বাধ্য করানোর ঘটনায় কদিন আগেই শিরোনামে জায়গা করে নিয়েছিল মধ্যপ্রদেশের দামো। ফের সেই দামো সংবাদে। এবার স্কুল পড়ুয়াকে দিয়ে শৌচালয় পরিস্কার করানোর অভিযোগ। অভিযোগ করেন এক অভিভাবক। তাঁর অভিযোগ, এক স্কুল শিক্ষিকা পড়ুয়াদের দিয়ে সাফাইয়ের কাজ করান।

অভিযোগ নিয়ে থানায় হাজির হন ওই অভিভাবক। অভিযোগে জানান যে তাঁর মেয়ে ওই স্কুলের ছাত্রী। টিফিন খেতে যাওয়ার আগে তাকে শৌচালয় পরিস্কার করতে বলেন ওই স্কুলেরই একজন শিক্ষিকা। দামো জেলার ডিএসপি এ প্রসঙ্গে বলেন, স্কুল সাফাই অভিযানের খবর তাঁর কাছে আছে। তবে পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিস্কার করানো একদমই উচিৎ নয়। এই অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন ডিএসপি। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানায়, সাফাই অভিযান চলছে। স্কুল ভবন পরিস্কার রাখার জন্যই পড়ুয়াদের দিয়ে সাফাই কাজ করানো হচ্ছে।

Share
Published by
News Desk