National

অভিনব কায়দায় মাদক পাচার, এবার জন্মনিরোধকে লুকিয়ে

Published by
News Desk

হেরোইন পাচারের অভিনব কৌশল। পুরুষাঙ্গে কন্ডোম পরে তার মধ্যে করে হেরোইন পাচারের চেষ্টা। যদিও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যায় সে। চেন্নাই বিমানবন্দরে সিআইএসএফ কর্মীদের চোখে পড়ে এক ব্যক্তির তলপেটের কাছটা একটু বেশিই ফুলে আছে। দেহ পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ!

একটি জন্মনিরোধক পড়ে আছে সে। যার মধ্যে জড়ানো রয়েছে প্রায় ১০০ গ্রাম হেরোইন। যাতে পড়ে না যায় তারজন্য জন্মনিরোধকের সঙ্গে রবার ব্যান্ড দিয়ে বাঁধা। চেন্নাইতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে স্টোরকিপারের কাজ করে ওই ব্যক্তি। যাচ্ছিল কলোম্বো। কিন্তু তার আগেই বিমানবন্দরে ধরা পড়ে গেল তার ‘কন্ডোম কারসাজি’। তাকে আটক করে কাস্টমসের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ।

Share
Published by
News Desk