National

অভব্যতার খেসারত, মাঝপথে দম্পতিকে নামিয়ে চলে গেল বিমান

Published by
News Desk

স্বাভাবিক ভাবেই আর পাঁচটা বিমানের মতো কাতারের দোহা থেকে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে আকাশে উড়েছিল কাতার এয়ারওয়েজের কিউআর-৯৬২ বিমানটি। বিমানে ভ্রমণ করছিলেন সন্তানসহ এক ইরানীয় দম্পতি। বিমানটি যখন মাঝ আকাশে তখন সেই ইরানীয় ভদ্রমহিলা স্বামীর মোবাইল ফোন ঘাঁটায় ফাঁস হয়ে যায় স্বামীর পরকীয়ার কীর্তি।

ক্ষুব্ধ স্ত্রী তারস্বরে চিৎকার করে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দেন। বিমানকর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে পাইলট বিমানের গতিপথ পাল্টে চেন্নাইতে জরুরি অবতরণ করেন। সেখানে সন্তানসহ ঐ দম্পতিকে নামিয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেয় বিমানটি।

Share
Published by
News Desk