National

দেশের উচ্চতম সাইকেল চালাবেন? চলে আসুন চণ্ডীগড়ে

Published by
News Desk

সবথেকে উঁচু সাইকেল তৈরি করে দেশবাসীকে চমক দিলেন চণ্ডীগড়ের রাজীব কুমার। তাঁর ইচ্ছা এই সাইকেল তৈরির খাটুনিকে স্বীকৃতি দিক গিনেস বুক। তাঁর তৈরি সাইকেলটির উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। যদিও তা বাড়িয়ে ১০ ফুট ২ ইঞ্চি করার পরিকল্পনা আছে রাজীবের। মানুষের সাধারণ উচ্চতার থেকে দ্বিগুণ এই সাইকেলটি ১৯৯৫ সাল থেকে বানানোর কাজ শুরু করেন ৩৪ বছরের রাজীব।

চণ্ডীগড়ের রাস্তায় তাঁর সেই অদ্ভুতদর্শন অভিনব সাইকেলটি নিয়ে প্রদর্শনী করেছেন রাজীব। এছাড়া, আরও নিত্যনতুন ডিজাইনের সাইকেল করার পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে তাঁর। নিজের তৈরি সাইকেল নিয়ে ভিন রাজ্যে পাড়িও দিয়েছেন রাজীব। বর্তমান ঝাঁ চকচকে গতি-প্রযুক্তির যুগে মোটর সাইকেল, চার চাকা গাড়ির দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে বাইসাইকেল। সেই কারণেই সাইকেলকে আবার জনপ্রিয় করে তোলার চ্যালেঞ্জ নিতে এই অভিনব ভাবনা আসে রাজীবের মাথায়। তাঁর একটাই আবেদন, বাচ্চারা সাইকেল চালাক। তারা যেন সাইকেল চালানোটাকে ছোটো চোখে, লজ্জার চোখে না দেখে। তাছাড়া, সাইকেল চালানো স্বাস্থ্যকর। এমনকি সাইকেল থেকে কোনও পরিবেশ দূষণ হয়না। তাই মানুষকে আরও বেশি করে সাইকেল চালানোর পরামর্শ দিয়েছেন সাইকেলের এই বিশ্বকর্মা।

Share
Published by
News Desk