National

গোপনাঙ্গে পেট্রোল, লঙ্কার গুঁড়ো ছেটাল বিকৃতকাম দুষ্কৃতিরা

Published by
News Desk

নির্ভয়ার মর্মান্তিক পরিণতির পরেও দিল্লির চেহারা পাল্টায়নি। একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানি, প্রকাশ্যে খুন, গুলি চালনার ঘটনায় দিল্লির নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। হোক বা বিদেশি দম্পতি, নিরাপত্তার প্রশ্নে অনেকদিন আগেই মুখ পুড়েছে দিল্লি প্রশাসনের। এবারে দুই নাবালকের বিকৃতকাম শিকারিদের লালসার শিকার হওয়ার ঘটনায় আরও একবার দিল্লির সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠে এল সন্দেহ।

১৩ ও ১৫ বছরের দুই কিশোরের গোপনাঙ্গে পেট্রোল ছেটানো ও শুকনো লঙ্কার গুঁড়ো ঢেলে দেওয়ার অভিযোগে ফের সরগরম দিল্লি। তাতেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত কানওয়ার সিং ও তার বন্ধু। ছেলে দুটির গায়ে একাধিকবার সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। বেল্ট দিয়ে তাদের মারা হয়। এমনকি ভয় দেখিয়ে ঐ দুই নাবালককে যৌনসঙ্গম করতে বাধ্য করে তারা। পুরো ঘটনাটা ফোনে রেকর্ডও করে অভিযুক্তেরা। অভিযোগ এই ঘটনার কথা জানাজানি হলে ভিডিও ফাঁস করে দেবার ভয়ও দেখায় তারা। এমনই এক ভয়ংকর ঘটনা ঘটেছে পশ্চিম দিল্লিতে।

আক্রান্ত কিশোরেরা মেট্রো বিহার এলাকার বাসিন্দা। শনিবার ভিডিওটি কোনওভাবে প্রকাশ্যে আসতেই নির্যাতনের শিকার হওয়া ঐ দুই নাবালকের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে শনিবার রাতেই গ্রেফতার করা হয়। মোট ১০ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গুরুতর আহত ও মানসিকভাবে বিপর্যস্ত ঐ দুই কিশোর নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।

Share
Published by
News Desk