Categories: National

চলন্ত ট্রেন থেকে কিশোরকে ধাক্কা, অভিযুক্ত টিটি

Published by
News Desk

১৫ বছরের এক কিশোরকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিল টিটি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার মঞ্চেশ্বরের কাছে। গুরুতর আহত ওই কিশোরকে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, হাওড়ামুখী করমণ্ডল এক্সপ্রেসে ভাইজাগ থেকে ওঠে পি কৃষ্ণা নামে ওই কিশোর। পথে টিকিট চেকার তার কাছে টিকিট চায়। কিন্তু টিকিট না থাকায় তাকে ফাইন দিতে বলে টিটি। কিন্তু তার পকেটে টাকাও ছিল না। ফলে সে ফাইনের টাকাও দিতে পারেনি।

ওই কিশোরের দাবি, ফাইন না ভরতে পারায় তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় টিটি। তাকে রক্তাক্ত অবস্থায় ট্রেন লাইনের ওপর পড়ে থাকতে দেখেন মঞ্চেশ্বরের কাছে পাদাসি এলাকার বাসিন্দারা। তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোর পুলিশকে জানিয়েছে সে ভাইজাগ থেকে কটকে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসছিল। কিন্তু তার কাছে বৈধ টিকিট বা টাকা, কিছুই ছিলনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk