National

মৃতপ্রায় মানুষকে পাশে ফেলে মদ চুরির ধুম!

Published by
News Desk

লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ২ জন মারা না গেলেও দুর্ঘটনার কবলে পড়ে আহত, রক্তাক্ত। রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা। অবস্থা দেখে যে কেউ বলে দেবেন যত দ্রুত সম্ভব তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সেসব দেখেও দেখলেন না মহারাষ্ট্রের জলগাঁও গ্রামের মানুষজন। কারণ যে লরিটি বাইকে ধাক্কা মারে সেটিতে বোঝাই করা ছিল মদের বোতল। আর দুর্ঘটনার পর ভয়ে চম্পট দেয় লরির চালক। আর পায় কে!

চোখের সামনে থরে থরে সাজানো মদের বোতল। তাও আবার কোনও সুরক্ষা ছাড়াই! ফলে আহতদের হাসপাতালে নিয়ে ছোটার চেয়ে বরং এই সুযোগে যত বেশি সম্ভব মদের বোতল ঘরে তোলায় লাভ বেশি বলে মনে হয়েছিল অনেকের। মদ চুরির হিড়িকে রাস্তার ধারেই পড়ে কাতরাতে থাকেন দুই আহত ব্যক্তি। অবশেষে পুলিশ এসে ব্যবস্থা নেয়।

Share
Published by
News Desk