National

মহিলার সঙ্গে তেজস্বীর ছবি, জেডিইউ-র পাল্টা বাউন্সার

Published by
News Desk

ছবি-যুদ্ধে সরগরম বিহার। এবারে আক্রমণের তির ছুঁড়ল জেডিইউ। সম্প্রতি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের একটি ছবি সবার সামনে নিয়ে এল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। ছবিতে তেজস্বীকে উত্তেজক পোশাক পরা এক অপরিচিত মহিলার সঙ্গে দেখা যাচ্ছে, পাশে বিয়ারের বোতল। এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গেছে বিহার রাজনীতিতে। একই সঙ্গে লালুর দলের অভ্যন্তরেও। তেজস্বী দাবি করেছেন, ২০১০ সালে তোলা এই ছবিটি নিয়ে জেডিইউ তাঁর ভাবমূর্তিতে কালি মাখানোর চেষ্টা করছে। আইপিএলের কোনও এক অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল বলে তাঁর দাবি। এমনকি ছবির মেয়েটিকে ভগ্নিস্থানীয়া বলেও মন্তব্য করেছেন তেজস্বী।

একসময় বিধানসভা ভোটে বিজেপিকে আটকাতে গাঁটছড়া বেঁধেছিল সাপে-নেউলে সম্পর্ক থাকা বিহারের দুই বিরোধীদল জেডিইউ ও আরজেডি। কিন্তু ২ বছরের মাথায় শুরু হয় মতবিরোধ। নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। আবার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপির সমর্থনে ফিরেও আসেন মুখ্যমন্ত্রী পদে। এরপর একে অপরের নামে অভিযোগ এনে নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে উঠে পড়ে লাগে লালু ও নীতীশের দল। কিছুদিন আগে আরজেডি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিতর্কিত নেতা রাকেশ সিংয়ের ছবি সামনে এনে জেডিইউ-কে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এবার জেডিইউ-এর এই পাল্টা বাউন্সার লালু ও তাঁর দল কি ভাবে সামলায় সেটাই দেখার।

Share
Published by
News Desk