Categories: National

বঢরার সংস্থাকে ইডির নোটিস

Published by
News Desk

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার একটি সংস্থাকে নোটিস পাঠাল ইডি। জমি কেনার নামে আর্থিক নয়ছয়ের অভিযোগে তাদের নোটিস পাঠানো হয়েছে। স্কাইলাইট হসপিটালিটি নামে ওই সংস্থার বিরুদ্ধে রাজস্থানের বিকানিরে ২৭৫ বিঘা জমি কেনাকে ঘিরে নয়ছয়ের অভিযোগ উঠেছে। তবে এই নোটিসে বঢরার নামের উল্লেখ নেই। ইডির তদন্তকারীদের ধারণা বিকানিরের ওই জমি জাল নথি দেখিয়ে জলের দরে কিনেছে স্কাইলাইট। বিষয়টি খতিয়ে দেখতে সংস্থার কাছে এই জমি কেনার যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি। তবে এই নোটিসের পর রবার্ট বঢরার খুব নিশ্চিন্ত থাকার উপায় নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে জামাইয়ের হয়ে প্রকাশ্যে সওয়াল করেছিলেন সনিয়া। কংগ্রেস সভানেত্রীর দাবি, তাঁর জামাই কোনও জালিয়াতিতে যুক্ত নন। এটা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। দুধকা দুধ, পানি কা পানি করতে বিষয়টি তদন্ত করারও দাবি জানিয়েছিলেন সনিয়া।

Share
Published by
News Desk