National

বৃন্দাবনে রাশিয়ান তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

Published by
News Desk

ইচ্ছে ছিল বৃন্দাবনে ‘রাসলীলা’য় মাতবেন। কিন্তু তার জায়গায় আপাতত শ্রীঘরে জায়গা হয়েছে ইউকো ব্যাঙ্কের বৃন্দাবন শাখার ম্যানেজার মহেন্দ্র প্রসাদ সিংয়ের। এক রাশিয়ান তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাকে। ২০ বছরের ওই তরুণীর অভিযোগ তাঁকে ২২ সেপ্টেম্বর থেকে দিনের পর দিন ধর্ষণ করেছে ওই ব্যাঙ্ক ম্যানেজার।

গত বছর ফেসবুকে আলাপ। মহেন্দ্র প্রসাদের সাদর আমন্ত্রণেই ভারতে আসা। বৃন্দাবনে একটি মন্দিরে থাকছিলেন ওই তরুণী। অভিযোগ গত ২২ সেপ্টেম্বর তাঁকে মহেন্দ্র প্রসাদ একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। হুমকি দেয় কাউকে একথা জানালে ফল ভাল হবে না। এরপর দিনের পর দিন ওই ফাঁকা বাড়িতে ডেকে কার্যত ভয় দেখিয়ে চলতে থাকে ধর্ষণ। ওই তরুণী জানিয়েছেন প্রথমে ভয়ে পুলিশকে কিছু না জানালেও, পরে রাশিয়ার এক মহিলা পর্যটক তাঁকে সাহস যোগান। পুলিশে অভিযোগ জানান ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই ম্যানেজারকে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

Share
Published by
News Desk