National

ছাড় পেলনা দেড় বছরের শিশুও

Published by
News Desk

ধর্ষণের হাত থেকে ছাড় পেলনা দেড় বছরের শিশুও। দিল্লিতে এক বিকৃত রুচির মানুষের পাশবিকতার শিকার হল নিষ্পাপ এই শিশুকন্যা। পুলিশ সূত্রের খবর, গত বুধবার শিশুটির মা তাকে নিয়ে যান পাশের বাড়িতে খেলার জন্য। সেই বাড়িতে আরও দুটি বাচ্চার সঙ্গে সেও খেলছিল। বাচ্চাটির মা সেই খেলার ঘরে উপস্থিত না থাকার সুযোগ নেয় ওই বাড়ির বাসিন্দা বছর ৩৩-এর এক ব্যক্তি।

খেলার পর বাচ্চাটিকে তার মা বাড়িতে নিয়ে আসেন। তারপরেই লক্ষ্য করেন শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষার পর জানান, শিশুটির সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। শিশুর পরিবারের অভিযোগক্রমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk