National

বরফের তলায় ২ ভাই, খাওয়াদাওয়া ভুলে ৪ দিন বরফে দাঁড়িয়ে পাহারা দিল পোষা কুকুর

তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। তারমধ্যে খাওয়া নেই, নড়াচড়াও নেই। মনিবের জন্য ৪ দিন ঠায় বরফের ওপর দাঁড়িয়ে কাটাল পোষ্য কুকুর।

হাতে মোবাইলটা হালেই পেয়েছিল ২ ভাই। আর পাওয়ার পরই স্থির করেছিল তাদের আশপাশের পাহাড় পর্বত ঘুরিয়ে দেখাবে। সোশ্যাল মিডিয়ায় তাদের এই ভিডিও ছড়িয়ে পড়বে। তারা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যাবে।

পাহাড়েই জন্ম, বড় হওয়া। তাই ১৩ বছরের পীযূষ এবং তার দাদা ১৯ বছরের বিকশিত বেরিয়ে পড়েছিলেন পাহাড়ে। তাদের সব সময়ের সঙ্গী পিটবুল কুকুরটিও সঙ্গ নিয়েছিল। তারা হিমাচল প্রদেশের চাম্বার বাসিন্দা।

পাহাড় চড়ে তারা প্রথমে ভারমানি মন্দিরে পৌঁছয়। তারপর সেই মন্দির ছাড়িয়ে আরও উপরে উঠতে শুরু করে। পাহাড়ে এভাবে চড়ার সময় তারা তুষারঝড়ের মধ্যে পড়ে যায়। সেই তুষারঝড় এতটাই প্রবল হয়ে ওঠে যে তারা কেউই আর ফেরার সুযোগ পায়নি।

ক্রমে তারা বরফের তলায় হারিয়ে যায়। কিন্তু তাদের সঙ্গী কুকুরটি নিজেকে বরফের তলায় যাওয়া থেকে রক্ষা করতে পারে। তবে সে পালিয়ে আসেনি। বরং মনিবের জন্য ওই ভয়ংকর আবহাওয়ার মধ্যেই অপেক্ষা করতে থাকে।

দিন যায়। রাত হয়। আবার দিন হয়। আবার রাত হয়। এভাবে ৪ দিন কেটে যায়। কিন্তু কুকুরটি ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। যেখানে তার মনিব বরফের তলায় পড়েছিল।

এই ৪ দিনে শুধু যে কুকুরটি তুষারপাত সামলেছে তাই নয়, খাবারের একটা টুকরোও মুখে তোলেনি। জল পান করেনি। বরফের মধ্যে পা গুঁজে সে ঠায় অপেক্ষা করেছে, পাহারা দিয়েছে মনিবের দেহ।

এদিকে ২ ভাই না ফেরায় তাদের পরিবারের তরফে প্রশাসনকে জানানো হয়। শুরু হয় খোঁজ। ভারতীয় বায়ুসেনা ২টি হেলিকপ্টারও কাজে লাগায়। অবশেষে উদ্ধারকারীরা সঠিক জায়গাটির দেখা পায়।

সেখানে পৌঁছে ওই কুকুরটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করলেও প্রথমে সে নড়তে চায়নি। ভাবটা এমন ছিল যে মনিবকে না নিয়ে সে কোথাও যাবেনা। পরে অবশ্য তাকে সরিয়ে নিয়ে যান উদ্ধারকারীরা। ১টি নিথর দেহও উদ্ধার হয় বরফের তলা থেকে। কুকুরটির মনিবের প্রতি এই টান, এই আবেগ, এই আত্মত্যাগ সকলকে মুগ্ধ করেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *