National

পাহাড়ে ম্যাগি বিক্রি করে মাসে ৬ লক্ষ টাকা রোজগার, চাকরি ছাড়ার কথা ভাবছেন অনেকে

পাহাড়ের চোখ জুড়োনো উপত্যকায় এক কোণায় আচমকা ম্যাগি নিয়ে বেচতে বসলেন এক যুবক। তাঁর রোজগার দেখে অনেকেই বলছেন চাকরি ছেড়ে দেবেন।

তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। গিয়েছিলেন পাহাড়ে। সেখানে সকলকে অবাক করে দিলেন তিনি। ওই যুবকের কাহিনি এখন মুখে মুখে ঘুরছে। তিনি সেখানে ম্যাগির অনেক প্যাকেট, জ্বালানি হিসাবে গ্যাসের সিলিন্ডার, খাবার পরিবেশন করার জন্য একবার ব্যবহারযোগ্য প্লেট, চামচ, একটি টেবিল নিয়ে হাজির হন। তারপর একটা শান্ত নিরিবিলি মনোরম প্রকৃতির মাঝে বসে পড়েন ম্যাগি বেচতে।

সাধারণ ম্যাগি ৭০ টাকা আর চিজ ম্যাগি হলে ১০০ টাকায় পর্যটকদের কাছে বেচা শুরু করেন। পাহাড়ে ম্যাগি পেলে অনেকেই খুশি হন। ফলে ম্যাগি খেতে পর্যটকদের ভিড় জমতে থাকে।

ওই যুবক দাবি করেছেন, তিনি এভাবে ম্যাগি বেচে ১ দিনে ২১ হাজার টাকা রোজগার করেছেন। ঠিক এভাবেই যদি প্রতিদিন রোজগার হয় তাহলে হিসাব বলছে ১ সপ্তাহে দেড় লক্ষ এবং ১ মাসে ৬ লক্ষ টাকা তিনি রোজগার করতে পারেন।

অবশ্য এর মধ্যে ম্যাগি কেনা, জ্বালানি কেনা, পরিবেশনের জিনিস কেনা এবং পরিবহন ব্যয় ঢুকে আছে। তবে সেটার পরও লক্ষ লক্ষ টাকা রোজগার। অন্তত হিসাব তাই বলছে।

তাঁর ম্যাগির ব্যবসা পাহাড়ের কোন জায়গায় তা ওই যুবক খোলসা না করলেও অনেকের ধারনা হিমালয়ের কোনও এক জায়গায় এই ম্যাগির পসরা সাজিয়ে বসেছিলেন তিনি।

এটা সোশ্যাল মিডিয়ায় দেখার পর অনেকেই মজা করে বলছেন, তাঁরা চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগিই বিক্রি করবেন। তাতে রোজগারও অনেক বেশি। আবার এক মনোরম পরিবেশে দিনও কাটানো হবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *