ছেলেকে বাঁচাতে কাস্তে হাতে লেপার্ডের ওপর ঝাঁপিয়ে পড়লেন বাবা
ছেলেকে লেপার্ডে কামড়ে ধরেছে। এটা দেখার পর আর স্থির থাকতে পারেননি ৬০ বছরের প্রৌঢ়। তিনি কাস্তে হাতে ঝাঁপিয়ে পড়েন লেপার্ডের ওপর।
তাঁর বয়স ৬০ বছর। পেশায় কৃষক। একটি গম ক্ষেত লাগোয়া তাঁদের বাড়ি। সেখানেই রাতে দালানে শুয়েছিলেন প্রৌঢ়। এমন সময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি লেপার্ড। লেপার্ড কামড়ে ধরতে আতঙ্কে চেঁচিয়ে ওঠেন ওই ব্যক্তি।
বাবার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁর ২৭ বছরের ছেলে। এদিকে লেপার্ডটি ছেলেকে দেখতে পেয়ে বাবাকে ছেড়ে ঝাঁপ দেয় ছেলের ওপর। তাঁকে কামড়ে ধরে।
ছেলেকে লেপার্ড কামড়ে ধরেছে এটা দেখার পর বাবুভাই ভাজা নামে ওই ব্যক্তি ছেলেকে বাঁচাতে হাতের কাছে থাকা কাস্তে ও বর্শার মত একটি অস্ত্র নিয়ে লেপার্ডের ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি নিজে ততক্ষণে আহত। তা সত্ত্বেও ছেলেকে বাঁচাতে হাতের কাছে থাকা ধারাল কাস্তে, বর্শার মত ফলা বসিয়ে দেন লেপার্ডের দেহে।
একটা লড়াই বেঁধে যায়। অবশেষে হার হয় লেপার্ডের। সন্তানকে রক্ষা করতে গিয়ে জেতেন এক পিতা। লেপার্ডটির প্রাণ যায়। এমনই জানিয়েছেন বাবুভাই ও তাঁর ছেলে। এই ঘটনার পর বাবা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তাঁদের বিরুদ্ধে বন বিভাগ অভিযোগ দায়ের করেছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁরা জীবন সংশয় থেকেই লেপার্ডটির প্রাণ কেড়েছেন, নাকি লেপার্ডটি তাঁদের বাড়ির কাছে আসায় তাঁরা তাকে প্রথমে হঠানোর চেষ্টা করেন। তাতেই লেপার্ডটি রেগে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের গির সোমনাথ জেলার গাঙ্গদা গ্রামে। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা বেশ আলোড়ন ফেলে দেয়।













