National

অতি বিরল ঘটনা, লাল হয়ে গেল ভারতের একাংশের রাতের আকাশ

অন্য কোনও দেশ নয়। সুমেরুর কাছের কোনও দেশ নয়। ভারতের একাংশের রাতের আকাশ লাল হয়ে গেল। যা হতবাক করে দিয়েছে সকলকে।

আশ্চর্য ঘটনা বললেও কম বলা হয়। অতি বিরল বললেও বোধহয় বিষয়টা ঠিক বোঝানো যায়না। এমনই এক ঘটনা ঘটে গেল ভারতের একাংশের আকাশে। রাতের অন্ধকার আকাশটা লাল হয়ে যায়। যা ধরা পড়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি-র স্কাই ক্যামেরায়।

এ এক অতি বিরল ঘটনা। এটি দেখা গেছে লাদাখের হানলে এলাকায়। যেখান থেকে রাতের আকাশ সবচেয়ে পরিস্কার দেখতে পাওয়া যায়। তাই সেখানেই রয়েছে এই অবজারভেটরি বা মানমন্দির।

এখানেই জানুয়ারির ১৯ ও ২০ তারিখের মাঝের রাতে এমন লাল আকাশ দেখতে পাওয়া গিয়েছে। একে অরোরা হিসাবেই নিচ্ছেন বিশেষজ্ঞেরা। যেমনটা সুমেরুর কাছের দেশ থেকে দেখা যায়। সেটাই দেখা গেল লাদাখ থেকে।

এটা ঘটেছে সূর্যের কারণে। সূর্যে হওয়া অতি প্রবল সৌরঝড় ঠিকরে বেরিয়ে আসার পর পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে তার সংঘর্ষ হয়। যা এই লাল আলোর জন্ম দেয়। রাতের অন্ধকার আকাশকে লাল আলোয় ভরিয়ে তোলে।

এটা একধরনের মহাজাগতিক আবহাওয়ার প্রকাশ বলেই ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। লাদাখের এই হানলে থেকে রাতের নিকষ অন্ধকার আকাশ বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় বলে এখানে অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে যুক্ত গবেষকেরা নানা গবেষণার কাজ করে থাকেন।

সেখানে এমন এক লাল রংয়ের রাতের আকাশ তাঁদের গবেষণার আরও সুযোগ করে দিল। কারণ যেটাই হোক, রাতের অন্ধকারে আকাশ এমন লাল আলোয় ভরে ওঠা অনেকের চোখ জুড়িয়ে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *