গল্প নয়, বাস্তবেই বরফের নদী বয়ে গেল লোকালয়ের গা ঘেঁষে
গল্পের পাতায় বরফের নদীর কথা অনেকেই পড়েছেন। রূপকথার গল্পে এমন নদীর কথা শোনা গেলেও এবার বাস্তবেই দেশে বইল বরফের নদী।
নদী বয়ে যেতে তো সকলেই দেখেছেন। কিন্তু বরফের নদী হয়তো হাতেগোনা কয়েকজনই দেখে থাকতে পারেন। কারণ এ দৃশ্য বিরলতম। এমনই এক বরফের নদী বয়ে যেতে দেখলেন মানুষজন।
নদীর মতই তা বয়ে চলেছে। কেবল জলের জায়গায় বয়ে যাচ্ছে বরফ। বিরামহীনভাবে সেই বরফ বয়ে চলেছে। পুরো নদীটাই তাই সাদা হয়ে বইছে। এমনই এক দৃশ্য দেখতে পাওয়া গেল হিমাচল প্রদেশের চাম্বার মিন্ধাল গ্রামে।
পাহাড়ের বেশ উঁচুতেই অবস্থিত এই আদিবাসী গ্রাম। যেখানে পাঙ্গি জনজাতির বাস। পাহাড়ের ঢালে তাঁদের জীবনধারণ। সেখানেই বয়ে যাচ্ছে বরফের নদী। স্থানীয় মানুষজনকে তাই সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে।
এমন বরফের নদী দেখতে সুন্দর হলেও তা স্থানীয় মানুষের জন্য ভয়াবহ। বিশেষত চারধার তুষারপাতে মোড়া। তারমধ্যে আবার সাদা হয়েই বয়ে চলেছে বরফ নদী। ফলে যে কোনও সময় দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা থেকে যায়।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন কোথাও অতিরিক্ত তুষারপাত হলে এবং সেই জায়গা পাহাড়ি হলে সেখানে বরফের নদী বয়ে যেতে পারে। পাঙ্গি উপত্যকায় ঠিক সেটাই হয়েছে। অতিরিক্ত তুষারপাত হয়েছে হিমালয়ে।
অনেক সময় প্রবল ঝোড়ো হাওয়ায় পাহাড়ের ওপর থেকে জমা বরফ ভেঙে নামতে থাকে। তখনও বরফের নদী তৈরি হয়। তবে মিন্ধাল গ্রামের পাশে যে বরফ নদী সকলের নজর কেড়ে নিয়েছে তা এলাকায় অতিরিক্ত তুষারপাতের ফলেই হয়েছে।













