National

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় অস্বাভাবিকতা দেখছে কংগ্রেস

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে সকাল থেকেই চলছে আলোচনা। দুর্ঘটনায় অস্বাভাবিকতা থাকতে পারে বলে মনে করছে কংগ্রেস।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মহারাষ্ট্র রাজনীতির এক অন্যতম মুখ। তিনি এদিন সকালে মুম্বই থেকে একটি চার্টার্ড বিমানে কাজে উড়ে যান বারামতী। বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সকাল পৌনে ৯টা নাগাদ ওই ছোট বিমানটি আচমকা আছড়ে পড়ে।

বিস্ফোরণ হয়। আগুন লেগে যায়। যাতে অজিত পাওয়ার ও বিমান চালিকা সম্ভাবি পাঠক সহ ৫ জনেরই জীবন যায়। আগুনে ঝলসে যাওয়া দেহ শনাক্তকরণের সময় অজিত পাওয়ারের হাতঘড়ি চিনিয়ে দেয় তাঁকে।

এমন এক ভয়ংকর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী থেকে সাধারণ মানুষ। যা জানা যাচ্ছে, অজিত পাওয়ারের এই বিমানটি প্রথমে একবার বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু প্রথম চেষ্টায় নামতে পারেনি।

ফের সেটি যখন ঘুরে অবতরণ করার চেষ্টা করে তখনই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি আছড়ে পড়ার পর কুণ্ডলী পাকানো আগুনে গোলা বহুদূর থেকে নজরে পড়ে।

এই ঘটনার পর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রতিক্রিয়ায় জানান, অনেক রাজনৈতিক নেতাকেই আকাশপথে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় পৌঁছতে হয়। অনেক বাণিজ্য ব্যক্তিত্বকেও তা করতে হয়।

বড় বিমান ভেঙে পড়লে সেটার কারণ বোঝা যায়। যেমন আমেদাবাদে ঘটেছে। কিন্তু একটি ছোট বিমান এভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না খাড়গে। তিনি এই ঘটনার তদন্তের দাবি তুলেছেন।

অজিত পাওয়ারের এই জীবনাবসানে বিভিন্ন রাজনৈতিক নেতাই শোকব্যক্ত করেছেন। মহারাষ্ট্র রাজনীতির এক অন্যতম নেতার এই পরিণতি মেনে নিতে পারছেন না অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *