National

হয় জন-গণ-মন, নয়তো পাকিস্তান!

Published by
News Desk

সকালে জন-গণ-মন আর বিকেলে বন্দেমাতরম গাওয়া। প্রাত্যহিক এই নিয়ম মানতে না পারলে পাকিস্তানে গিয়ে থাকতে পারেন। পুরবাসীদের এমনই আজব পরামর্শ দিলেন জয়পুর পুরসভার মেয়র অশোক লাহোটি। প্রত্যেক সকালেই গাইতে হবে জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বিকেলে জাতীয় স্তোত্র বন্দেমাতরম। এরকমই নির্দেশ জারি করেছে বিজেপি পরিচালিত রাজস্থানের জয়পুর পুরসভা। দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা বাড়াতে এবং মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার জন্যও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা।

গত সোমবার জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে গাইতে হবে জনগণ মন এবং বিকেল ৫টা ৫৫ মিনিটে গাইতে হবে বন্দেমাতরম। প্রতিদিন যাতে মানুষ নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন, সেকথা মাথায় রেখেই এই নিয়ম করা হয়েছে বলেও দাবি করেছে পুরসভা।

Share
Published by
News Desk