জেলেই প্রথম দেখায় প্রেম, বিয়ের জন্য প্যারোলে মুক্তি পেল ২ বন্দি
তারা ২ জনই জেলবন্দি। সেই জেলেই দেখা হয় ২ জনের। প্রথম দেখাতেই প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত। বিয়ের জন্য প্যারোলে ছাড়া পেল ২ বন্দি।
কোনও উপন্যাসের পাতা থেকে তুলে নেওয়া লেখকের কল্পনা নয়। কোনও সিনেমা নয়। কঠিন বাস্তব। সেই বাস্তব এমন আশ্চর্য প্রেমকাহিনি লিখে দিল যা টানটান সিনেমাকেও হার মানাতে পারে।
পেশায় মডেল প্রিয়া শেঠের সঙ্গে একটি ডেটিং অ্যাপে আলাপ হয় এক ব্যক্তির। দুষ্মন্ত শর্মা নামে ওই ব্যক্তিকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠায় প্রিয়া। চাহিদামত টাকা দিতে না পারায় সে এবং তার প্রেমিক মিলে দুষ্মন্তের জীবন কেড়ে নেয়। যার জেরে প্রিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
অন্যদিকে হনুমান প্রসাদ তার প্রেমিকার কথা শুনে প্রেমিকার স্বামীর জীবন কেড়ে নেয়। অন্য ৪ জন দেখতে পেয়ে যাওয়ায় তাদেরও রেহাই দেয়নি হনুমান প্রসাদ।
৫ জনের জীবন কেড়ে সাজা ভোগ করা হনুমান প্রসাদের সঙ্গে সাঙ্গানের ওপেন জেলে প্রথম দেখা হয় প্রিয়ার। ২ বন্দির প্রথম দেখাতেই প্রেম। তারপর জেলের পরিসরের মধ্যেই তাদের সম্পর্ক গভীর হয়। গারদের পিছনে থাকা যুবক যুবতী একে অপরের প্রেমে ডুবে যায়।
এই প্রেমপর্ব শুরু হওয়ার ৬ মাস পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তাদের বিয়েতে কোনও অমত জানায়নি আদালত। বরং ১৫ দিনের জন্য আপৎকালীন প্যারোল মঞ্জুর করেছে রাজস্থান হাইকোর্ট।
রাজস্থানের আলোয়ারে এই বিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। ভয়ংকর কাণ্ডে যুক্ত জেলবন্দি যুবক যুবতীর এই সাতপাকে বাঁধা পড়ার ঘটনা এখন কাহিনি হয়ে মানুষের মুখে মুখে ঘুরছে।













