National

রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেল ৪০ বছরের ব্রিজ, রহস্যভেদে নামল পুলিশ

স্থানীয়রা বলছেন তাঁরা রাত পর্যন্ত ওই ব্রিজ দিয়ে চলাফেরা করেছেন। কিন্তু সকালে উঠে দেখলেন ব্রিজ উধাও হয়ে গেছে। আশ্চর্য কাণ্ডের রহস্যভেদে নামল পুলিশ।

বিগত ৪০ বছর ধরে ব্রিজটি স্থানীয় মানুষের অন্যতম প্রয়োজনীয় এক অঙ্গে রূপান্তরিত হয়েছে। খালের ওপর দিয়ে তৈরি ওই শক্তপোক্ত লোহার ব্রিজটি সারাদিনে শত শত মানুষের যাতায়াতের সুবিধা করে দিচ্ছে।

রাত প্রায় ১১টা পর্যন্ত সেই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেছেন বাসিন্দারা। এরপর শীতের রাত নিঝুম হলে গোটা এলাকা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ব্রিজ পার করতে এসে আঁতকে ওঠেন সকলে।

রাতারাতি ৬০ ফুটের সেই ব্রিজ উধাও হয়ে গেছে। যেন কর্পূরের মত উবে গেছে জলের ওপর থেকে। গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশ হাজির হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত যে ব্রিজটি চুরি করা হয়েছে। ৩০ টন লোহার ব্রিজ রাতারাতি চুরি করে নিয়ে গেছে চোরেরা। গ্যাস কাটার দিয়ে যে লোহার খাঁচা কাটা হয়েছে সে বিষয়ে নিশ্চিত পুলিশ। গ্যাস কাটার দিয়ে কাটার দাগ রয়েছে।

চোর সোনাদানা, টাকাকড়ি, বাড়ির দামি জিনিসপত্র, সাইকেল, বাইক চুরি করে, তা বলে একটা আস্ত ব্রিজ! হতবাক করে দেওয়া এই ঘটনা ঘটেছে ছত্তিসগড়ের কোরবা জেলার দোধিপাড়া এলাকায়।

এখানে হাসদেও লেফট ব্যাঙ্ক ক্যানাল নামে একটি খালের ওপর ৪০ বছরের এই ব্রিজটির এভাবে রাতারাতি উধাও হওয়া নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। লোহার একটা আস্ত ব্রিজ রাতারাতি চুরি করা যে হঠাৎ হয়নি তা পরিস্কার তদন্তকারীদের কাছে।

অনেকদিন ধরে এই চুরির পরিকল্পনা সাজানো হয়েছে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই এলাকার সকলের সঙ্গে কথা বলাও শুরু করেছে পুলিশ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *