বউকে বোন সাজিয়ে ১ কোটি ৭৫ লক্ষ টাকার প্রতারণা
টাকা হাতানোর জন্য বউকে বোন সাজাতেও পিছপা হননি এক ব্যক্তি। যা কাজে লাগিয়ে তিনি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ।
এক ব্যক্তির সঙ্গে একটি পাত্রপাত্রীর ওয়েবসাইটে আলাপ হয় বছর ২৯-এর এক তরুণীর। ক্রমে সম্পর্ক গভীর হয়। তরুণীকে ওই ব্যক্তি জানান তিনি পেশায় একজন ব্যবসায়ী। তাঁর বিশাল ব্যবসা। অগাধ অর্থের মালিক তিনি।
এরমধ্যেই তিনি ওই তরুণীর সঙ্গে তাঁর বোনের আলাপ করিয়ে দেন। তরুণী ভাবেন যাঁকে বিয়ে করতে চলেছেন তাঁর বোনের সঙ্গে আলাপ হল। বাস্তবে বোন বলে যাঁকে পরিচয় করানো হয়েছিল তিনি বোন নন, ওই ব্যক্তির স্ত্রী। যা পরে জানতে পারেন তরুণী। কিন্তু তখন বিশ্বাস করেন তাঁর হবু ননদের সঙ্গে তাঁর পরিচয় হল বলে।
বিজয় রাজ গৌড়া নামে ওই ব্যক্তির সঙ্গে বেঙ্গালুরুর একটি সংস্থায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর মেলামেশা চলতে থাকে। এরমধ্যেই একদিন ওই ব্যক্তি তরুণীকে জানান তাঁর সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। পিছনে রয়েছে ইডি। সেকথা বিশ্বাসও করেন তরুণী।
ওই ব্যক্তি সংশ্লিষ্ট কাগজপত্র দেখানোর পর তরুণীর সে বিশ্বাস জোড়াল হয়। ওই ব্যক্তি জানান আপাতত তাঁর টাকার দরকার। ব্যবসার প্রয়োজনে। তাই ওই তরুণী যদি তাঁকে কিছু আর্থিক সহায়তা করতে পারেন ভাল হয়।
যদিও সে টাকা ফিরিয়ে দেবেন বলেও নিশ্চয়তা দেন ওই ব্যক্তি। এটাও বলেন যে তরুণীর সঙ্গে তরুণীর বন্ধুবান্ধবরাও যদি তাঁকে টাকা দিয়ে এই সময় সাহায্য করতে পারেন তাহলে তাঁর উপকার হয়। সেইমত ওই তরুণী এবং তাঁর কয়েকজন বন্ধু মিলে সব মিলিয়ে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দেন ওই ব্যক্তিকে।
সময় যেতে থাকে। এরপর যখন ওই তরুণী এবং তাঁর বন্ধুরা টাকা ফেরত চাইতে থাকেন তখন ওই ব্যক্তি তাঁদের টাকা ফেরত না দিয়ে উল্টে হুমকি দেওয়া শুরু করেন বলে অভিযোগ। তাঁরা প্রতারিত হয়েছেন এটা বুঝতে পেরে পুলিশে অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে বিজয় রাজ গৌড়া, স্ত্রী সৌম্যা এবং বিজয়ের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।













