National

বিয়ে বাড়ির পাশে ট্রান্সফরমারে বিস্ফোরণ, মৃত ১৪

Published by
News Desk

মঙ্গলবার রাজস্থানের জয়পুরের খাতোলাই গ্রামে ট্রান্সফরমার ফেটে মৃত্যু হল ১৪ জনের। একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন বাড়ির পাশের ট্রান্সফরমার ফেটে এই দুর্ঘটনা ঘটে। বিয়েবাড়ির আনন্দ অনুষ্ঠানে মশগুল ছিলেন প্রত্যেকে। মৃত্যু যে এত দ্রুত ধেয়ে আসছে তার অনুমান কেউ করেননি। আচমকাই বিকট শব্দে বিয়েবাড়ি সংলগ্ন একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে ট্রান্সফরমারের গরম মোবিল ছিটকে এসে পড়ে কাছাকাছি থাকা মানুষ জনের উপর। বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। গরম মোবিলে পুড়ে ও হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত হন কমপক্ষে ৩০ জন।

স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ৪ জনের। হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়। বিয়ের আনন্দানুষ্ঠানে এখন শ্মশানের নিস্তব্ধতা। গোটা গ্রামটাই শোকস্তব্ধ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সকালে ঘটনার পরিদর্শনে আসেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।

Share
Published by
News Desk