National

হাইওয়েতে গাড়ির সঙ্গে অন্য পশুর ধাক্কার ঝুঁকি এড়াতে নেওয়া হল অসামান্য পদক্ষেপ

হাইওয়েতে গাড়ির গতি বেশি থাকে। সেই সময় আচমকা সামনে কোনও পশু এসে পড়লে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এমন ঘটনা বন্ধ করতে শুরু এক চমকপ্রদ উদ্যোগ।

ভারতের নানা প্রান্তে সড়কপথে পৌঁছনোর জন্য জাতীয় সড়ক ভরসা। জাতীয় সড়ক দিয়ে যখন গাড়ি যায় তখন তার গতি যথেষ্টই থাকে। সেই গতিতে ছুটে চলা গাড়ির সামনে আচমকা যদি রাস্তায় ঘুরে বেড়ানো কোনও পশু এসে পড়ে তাহলে দুর্ঘটনা এড়ানো চালকের পক্ষে মুশকিল হয়। কারণ অতটা গতিকে সময়মত নিয়ন্ত্রণ করতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হন তাঁরা। ফল হয় মারাত্মক।

এ ধরনের ঘটনা আরও বেশি ঘটে যখন কোনও রাস্তায় কুয়াশা বা ধোঁয়াশা থাকে বা কোনও কারণে দৃশ্যমানতা কম থাকে। সারা বছরে এমন অনেক পথ দুর্ঘটনার ঘটনা ঘটে যেখানে রাস্তায় গাড়ির সামনে কোনও পশু এসে পড়ে।

এই সমস্যা থেকে হাইওয়েতে থাকা গাড়িগুলিকে সুরক্ষিত রাখতে এবং পশুগুলির সুরক্ষা নিশ্চিত করতে এবার এক অভিনব উদ্যোগ নিল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। পাইলট প্রকল্প হিসাবে এই উদ্যোগ শুরু করা হয়েছে। যা সফল হলে ভারতের সব প্রান্তে তা ক্রমে ছড়িয়ে দেওয়া হবে। উদ্যোগটি প্রযুক্তি নির্ভর।

হাইওয়েগুলিতে এমন কয়েকটি অংশ থাকে যেখানে পশুরা রাস্তায় চলে আসে অহরহ। ফলে সেখানে দুর্ঘটনার প্রবণতাও বেড়ে যায়। এমনই কয়েকটি অংশ রয়েছে জয়পুর আগ্রা জাতীয় সড়ক এবং জয়পুর রেওয়ারি জাতীয় সড়কে।

এই ২টি হাইওয়ের যেখানে যেখানে পশুরা রাস্তায় এসে পড়ে সেসব জায়গা চিহ্নিত করা হয়েছে। জাতীয় সড়ক দিয়ে ছুটে চলা গাড়ির চালকের কাছে এই জায়গাগুলি আসার ১০ কিলোমিটার আগে একটি এসএমএস চলে যাবে। এসএমএসটি প্রাথমিকভাবে একটি ফ্ল্যাশ এসএমএস হবে। হিন্দি ভাষায় হবে।

যেখানে চালককে গাড়ি ধীরে চালাতে অনুরোধ করা হবে। কারণ সামনে রাস্তায় পশু থাকতে পারে। এই এসএমএসটি আসার পর আসবে একটি ভয়েস অ্যালার্ট। সেখানেও একই পরামর্শ দেওয়া হবে। অনেকটা আগেই চালকদের সতর্ক করা হবে। যাতে তাঁরা গাড়ি ধীর করার যথেষ্ট সময় পেয়ে যান। সতর্কও থাকেন। তবে একবার এসএমএস আসার ৩০ মিনিটের মধ্যে আর কোনও সতর্কতা চালকের কাছে যাবেনা।

এই পাইলট প্রকল্পটি সফল হলে আগামী দিনে ভারতের সব প্রান্তেই জাতীয় সড়কে এই সতর্কতামূলক এসএমএস চালু করে দেবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *