নীল আকাশে রাজত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে অপারেশন সিঁদুর
দেশকে গর্বিত করল ভারতের এক প্রান্তের নীল আকাশ। যেখানে সুপারহিট হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে অপারেশন সিঁদুর। দাপটে শাসন করল দেশাত্মবোধ।
নীল আকাশের বুকে সকলের নজর কেড়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা ভাল নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ঘুড়ি। শুধু তাই নয়। এই নানা রং ও নানা আকার প্রকারের ঘুড়িদের মধ্যে নজর কাড়ল অপারেশন সিঁদুরও।
গুজরাটে শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। মকরসংক্রান্তির সময় গুজরাটের আকাশের মুখ ঢাকে ঘুড়ি। তাদের নানারকম চেহারা। নানা রং। অতি পরিচিত চৌকো ঘুড়িই নয়, আকাশ জুড়ে উড়ে বেড়ায় নানা চেহারার ঘুড়ি। যা হাজার হাজার মানুষের নজর কেড়ে নেয়।
অনেকেই আকাশ থেকে মুখ ফেরাতে পারেননা। সেই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে এবার দাপটে শাসন করছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি। অপারেশন সিঁদুরের গর্বের সাফল্যও এই ঘুড়ি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। যা ঘুড়িতেই প্রকাশ পাচ্ছে নীল আকাশের বুকে। দেশাত্মবোধ এবং নতুন ধারনা এই ঘুড়ি উৎসবকে আরও বর্ণময় করে তুলেছে।
এই ঘুড়ি উৎসবে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তিও। সেই সঙ্গে উচ্চমানের জিনিস দিয়ে এসব ঘুড়ি ও তার সঙ্গে থাকা অন্য সরঞ্জাম তৈরি হয়েছে।
আমেদাবাদে সবরমতী নদীর ধারে এই রঙিন ঘুড়ির উৎসবে আরও বড় আকর্ষণ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। ২ রাষ্ট্রপ্রধানও ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠেন।
গুজরাটে উত্তরায়ণ পালন প্রতিবছর ধুমধামের সঙ্গে উদযাপিত হয়। প্রতিবছর এই সময় এই ঘুড়ির উৎসব উত্তরায়ণ পালনকে আরও রঙিন করে তোলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













