ভারতবাসীর গর্বের মুহুর্ত, নতুন বছরেই ৪টি বিশ্বরেকর্ড ঝুলিতে পুরল দেশ
নতুন বছরের গোড়াতেই বড় সাফল্যের মুখ দেখল ভারত। মাত্র ৫ দিনের ব্যবধানে মোট ৪টি বিশ্বরেকর্ড গড়ল দেশ। প্রতিটিই এল দেশের সড়কের হাত ধরে।
ভারত জুড়ে বহু পিচ ঢালা রাস্তা দেশের পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করে। জাতীয় সড়কগুলি দেশের সড়ক পরিবহণের মেরুদণ্ডের মত। সেই জাতীয় সড়কই এবার এনে দিল একসঙ্গে ৪টি বিশ্বরেকর্ড। ভারতই হল এখন এই ৪ বিষয়ে বিশ্বসেরা।
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই এই বিরল সম্মানের অধিকারী হয়েছে। বেঙ্গালুরু কাডাপা বিজয়ওয়াড়া ইকোনমিক করিডর তৈরি হচ্ছে।
জাতীয় সড়ক ৫৪৪জি-এর আওতায় এই নতুন ৬ লেনের রাস্তা দেশের সড়ক পরিবহণের ক্ষেত্রে একটা মাইলফলক হতে চলেছে। যা তৈরির কাজ চলছে অতি দ্রুত গতিতে। সেই সড়ক তৈরি হওয়ার আগেই ঝুলিতে পুরে ফেলেছে ৪টি বিশ্বরেকর্ড।
গত ৬ জানুয়ারি এসেছে প্রথম ২টি বিশ্বরেকর্ড। একটি এসেছে একটানা ২৪ ঘণ্টায় ২৮.৮৯ লেন কিলোমিটার পথকে বিটুমিনাস কংক্রিটে পূর্ণ করার ক্ষেত্রে। এমনটা এর আগে কোনও রাস্তা তৈরির ক্ষেত্রে হয়নি।
অপর রেকর্ডটি এসেছে ২৪ ঘণ্টার মধ্যে ১০ হাজার ৬৫৫ মেট্রিক টন বিটুমিনাস কংক্রিট ঢেলে রাস্তা তৈরির জন্য। এরপর ১১ জানুয়ারি ফের ২টি বিশ্বরেকর্ড তৈরি করে এই পথ তৈরি।
এর একটি এসেছে রাস্তা তৈরির জন্য একটানা ৫৭ হাজার মেট্রিক টন বিটুমিনাস কংক্রিট ঢালার জন্য। অন্যটি এসেছে ১৫৬ লেন কিলোমিটার একটানা ফুটপাথ তৈরি বা পেভিংয়ের জন্য। সব মিলিয়ে এই ৪টি বিশ্বরেকর্ড তৈরি হয়েছে মাত্র ৫ দিনের ব্যবধানে। যা অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের।













