National

বাঁদরের তাণ্ডব থেকে মুক্তি পেতে বাঘে ভরসা রাখছে গ্রামের পর গ্রাম

বাঁদরের সংখ্যাবৃদ্ধি এবং তার সঙ্গে তাল মিলিয়ে তাদের তাণ্ডব বৃদ্ধিতে নাজেহাল ২ রাজ্যের বিভিন্ন গ্রামের মানুষ এখন ভরসা রাখছেন বাঘে।

রাস্তা দিয়ে হাঁটার সময় কারও প্রয়োজনীয় জিনিস নিয়ে পালাচ্ছে তারা। কখনও কারও চশমা খুলে নিয়ে গাছে উঠে যাচ্ছে। বাজার থেকে খাবার কিনে ফেরার সময় সেই খাবার নিয়ে পালাচ্ছে। শুধু কি তাই! যখন তখন বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বাঁদররা।

তাদের সংখ্যা ক্রমে বাড়ছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে তাদের তাণ্ডব। এতে বিরক্ত হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু বাঁদরদের তাণ্ডব থেকে গ্রামবাসীদের মুক্তি দিতে তেমন কিছু করে উঠতে পারেননি প্রশাসনিক কর্তারাও।

ফলে গ্রামবাসীরা নিজেরাই নিজেদের সুরক্ষার বন্দোবস্ত করে নিয়েছেন। তাঁরা বাঘ নিয়ে এসেছেন। আর তাতেই কাজ হয়েছে। বাঁদররা এখন বাঘ দেখলেই সেখান থেকে পালাচ্ছে।

অন্ধ্রপ্রদেশ ও লাগোয়া তেলেঙ্গানা রাজ্যের অনেকগুলি গ্রামে বাঁদরের তাণ্ডবে জেরবার গ্রামবাসীরা এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। তাঁরা বাঘ নিয়ে আসছেন। অবশ্যই আসল বাঘ নয়। খেলনা বাঘ। তবে বাঘের মতই চেহারার। যেমন টেডি বেয়ার, তেমনই এগুলি বাঘ।

ভিতরে তুলো বা কাপড় দিয়ে ভরাট করা এই বাঘের চেহারার পুতুলদের ১০০ থেকে ১৫০ মিটার অন্তর বসিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। তাতে কাজ হয়েছে ম্যাজিকের মত। বাঁদররা এই বাঘদের দেখামাত্র সেখান থেকে পালাচ্ছে।

ফলে মানুষের ক্ষতি হচ্ছেনা। তাঁদের জিনিসপত্রের ক্ষতি হচ্ছেনা। তবে বাঁদররা যেদিন বুঝে যাবে যে ওগুলি আসল বাঘ নয়, সেদিন তারা ফের তাদের তাণ্ডব যে শুরু করবেনা, এমনটা নিশ্চিত করে বলা কঠিন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *