National

শহিদ ছেলের ঠান্ডায় কষ্ট হচ্ছে, মায়ের পদক্ষেপে চোখ জলে ভরল দেশবাসীর

ছেলে দেশের জন্য শহিদ হয়েছেন। তাতে কি। মায়ের মনে ছেলে চিরকাল বেঁচে থাকেন। ঠান্ডায় যাতে ছেলের কষ্ট না হয় সেজন্য মায়ের পদক্ষেপ দেশবাসীর চোখ জলে ভরাল।

২০১৬ সালের কথা। অক্টোবর মাসে হিরা নগর সেক্টরে সীমান্ত প্রহরায় ছিলেন কনস্টেবল গুরনাম সিং। পাকিস্তানের দিক থেকে যে কোনও হানা রুখতে গভীর রাতে অতন্দ্র প্রহরায় থাকা গুরনাম বুঝতে পারেন সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তিনি রুখে দাঁড়ান।

তাঁর গুলিতে এক সন্ত্রাসবাদীর জীবন যায়। অন্যরা ঝুঁকি না নিয়ে পাকিস্তানের দিকে ফের পালিয়ে যায়। ভারতের মাটিতে তাদের ঢুকতে দেননি গুরনাম সিং। তার ঠিক পরদিন তিনি যখন প্রহরায় ছিলেন তখন স্নাইপারের বুলেট কেড়ে নেয় ভারতের এই বীর সন্তানের প্রাণ। শহিদ হন গুরনাম।

তাঁর স্মৃতিতে জম্মুতে একটি মূর্তিও স্থাপন করা হয়। তারপর অনেক দিন কেটে গেছে। অনেকের মনে ফিকে হয়েছে গুরনামের স্মৃতি। কিন্তু একজন আজও তাঁর ছেলেকে বুকে আঁকড়ে বেঁচে আছেন। তাঁর হৃদয়ের গভীর কোণায় ছেলে বেঁচে আছেন।

মায়ের মনে তিনি চিরকাল জীবিত থাকবেন। গুরনামের মা যশবন্ত কউর তাই এই প্রবল ঠান্ডায় ছেলের কষ্টের কথা ভেবেছেন। ঠান্ডায় ছেলে কষ্ট পাচ্ছেন একথা মাথায় রেখে তিনি রাতে বেরিয়ে ছেলের মূর্তির গায়ে জড়িয়ে দেন মোটা কম্বল। এ কম্বল ছেলেকে উষ্ণতা দেবে। ঠান্ডার হাত থেকে রক্ষা করবে।

শহিদ ছেলের জন্য মায়ের এই আকুলতা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। শহিদ ছেলের মূর্তিতে মায়ের এই কম্বল জড়িয়ে দিয়ে ছেলেকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার চেষ্টা মাতৃত্বের যে হৃদয়স্পর্শী মমতাকে সামনে আনল তা গোটা দেশের চোখে জল এনে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *