১৭ বছর পর দেশের এই বিখ্যাত শহরে ফিরছে দোতলা বাস, নতুন সুবিধা থাকবে সে বাসে
কেটে গেছে ১৭ বছরেরও বেশি সময়। শহরের মানুষ ভাবতেও পারেননি তাঁরা ফের দোতলা বাসে চড়ার সুযোগ পাবেন। কিন্তু সে সুযোগ আসছে। তাও আবার নতুন সুবিধা নিয়ে।
একটা সময় ছিল যখন ভারতে বিভিন্ন শহরেই দোতলা বাস চলত। কলকাতাও তার ব্যতিক্রম নয়। কলকাতা ছাড়াও দোতলা বাসের দেখা মিলত মুম্বই, চেন্নাইয়ের মত শহরগুলিতে। সর্বত্রই একসময় কিন্তু দোতলা বাস বন্ধ হয়ে যায়।
সেই দোতলা বাস নতুন রূপ নিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে ফিরে আসে মুম্বই শহরে। একদম নতুন চেহারায়। নতুন সুবিধা সহ। তার ঠিক ২ বছর পর আরও এক শহরের মানুষের জন্য ফিরছে দোতলা বাস।
এবার চেন্নাইতে ফের চালু হচ্ছে দোতলা বাস। ১৭ বছরের বেশি সময় বন্ধ থাকার পর চেন্নাইয়ের রাস্তায় দেখা পাওয়া যাবে দোতলা বাসের। একদম নতুন চেহারার সেসব দোতলা বাস হবে শীততাপ নিয়ন্ত্রিত।
চেন্নাই শহরে আপাতত ২০টি দোতলা বাস চলার স্থির হয়েছে। তবে সব রাস্তায় পাওয়া যাবেনা। কারণ অনেক রাস্তায় নিচু ব্রিজ রয়েছে। যেসব রাস্তায় এমন অসুবিধা রয়েছে সেখানে দোতলা বাস চালানো যাবেনা।
দোতলা বাসের উচ্চতা যেহেতু বেশি হবে, তাই তার মাথা ঠেকে যেতে পারে এমন রাস্তায় ওই বাস চালানো সম্ভব নয়। ফলে চেন্নাই শহরের হাতেগোনা রুটে এই দোতলা বাস চালু হবে। যা জ্বালানি তেলে নয়, চলবে বিদ্যুতে।
এই পরিবেশ বান্ধব বাসগুলি ঠিক কবে থেকে চেন্নাইয়ের রাস্তায় পথচলা শুরু করবে তা এখনও জানা না গেলেও নতুন বছরে এটা পরিস্কার হয়ে গেছে যে চেন্নাইয়ের মানুষ আবার দোতলা বাসে যাত্রার আনন্দ উপভোগ করতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













