National

বড় বড় চোখে তাকিয়ে থাকা মহিলার ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

তিনি বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। একজন মহিলা। কে তিনি সেটাই এখন প্রশ্ন। অথচ তাঁর এমন ছবি অর্ধনির্মিত আবাসন থেকে দোকান, অনেক জায়গায় নজর কাড়ছে।

তিনি তাকিয়ে আছেন। একটা ছবি। সেই ছবিতেই তিনি তাকিয়ে আছেন। বড় বড় চোখ করে যেন কাউকে বকুনি দিচ্ছেন। বেজায় রেগে গেছেন তিনি। এমনই একটি ছবি ছড়িয়েছে বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায়। তারমধ্যে যেমন রয়েছে অর্ধনির্মিত আবাসন, তেমনই রয়েছে দোকান। কিন্তু কে এই মহিলা? কেনই বা তাঁর এমন ছবি এভাবে ছড়িয়ে পড়েছে?

রাস্তা দিয়ে যাওয়ার সময় বা বাজারে ঢুকলে অনেকের নজর কাড়ছে এই ছবি। এখানে সেখানে ঝোলানো। অনেকেই দেখছেন। অবাক হচ্ছেন। কিন্তু কারণটা বুঝে উঠতে পারছেন না?

সকলের একটাই প্রশ্ন। কে ইনি? এ বিষয়ে সমাজ মাধ্যমে চর্চা তুঙ্গে। সমাজ মাধ্যম থেকে রাস্তাঘাট, বেঙ্গালুরুতে এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। সমাজ মাধ্যমেই কেউ কেউ জানিয়েছেন এই মহিলা একজন ইউটিউবার। তাঁর এই চেয়ে থাকাটা আদপে নজর পড়া থেকে আটকায়।

যদি কারও কুনজর পড়ে তাহলে এই নজর কবচ সেই কুনজর কাটিয়ে দেয় বলেই দাবি তাঁদের। মানুষের খারাপ নজর এড়াতেই নির্মীয়মাণ বাড়ি থেকে দোকানে এই মহিলার এমন ছবি টাঙিয়ে রাখা শুরু হয়েছে।

শাড়ি পরিহিতা এই বিবাহিতা নারী কিন্তু এই ছবির জন্য ইতিমধ্যেই অনেকের চেনা হয়ে গেছেন। যাঁরা চোখে দেখছেন তাঁরা তো রয়েছেনই তার সঙ্গে ইন্টারনেটে তাঁর এই ছবি রীতিমত ঝড় তুলেছে। অনেকেই এই ছবি শেয়ার করছেন। তারপর তা বহুজনের কাছে ছড়িয়ে পড়ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *